এ দায় কার । তৌফিক । E Daay Kaar | Towfique | Bangla Rap

46 Views
Published
Page - https://www.facebook.com/Towfique.Rajotto
IG - https://www.instagram.com/towfiquerajotto/
Website - https://www.towfiqueahmed.com

Vocal Artist & Writing by TOWFIQUE AHMED
Music Arrangement - Nabil Hossain
Record, Mix and Master - Studio 58
Poster Design - Abid Azad

বাসা থেকে বের হলে - ফিরবে কিনা জানো না
কোনো দানবীয় যান কেড়ে নেবে যান,
তিনি শুষে যান হেসে যান-তুমি তাকে চেনো না !
পাবলিক বাসে-পথে ঘাট-ঘরে বাইরে-কাজে কর্মে,
অবলা সরলা সে নির্যাতিতা;
দোষ দেই পোশাকে আবরণ আচরণে -
তাহলে শিশু কেনো ধর্ষিতা লাঞ্ছিতা ?!
আগুনে পুড়ছে দালান জীবন খুবই সস্তা-
আগুনে ঝলসে শরীর গুমে লাশে বস্তা-
নেই ন্যায়নীতি শুধু নিপীড়ন দূর্নীতি,
দেই ভয়ভীতি ভবে শান্তি আসবে কবে?
মধ্যবিত্তের লড়াইয়ে, আভিজাত্যের বড়াইয়ে,
দারিদ্র্যেরই কড়াইইয়ে, বৈষম্যে -
কৃষকেরই হাসিতে, শ্রমিকেরই রাশিতে,
ক্ষুদিরামের ফাঁসিতে - মক্কা থেকে কাশিতে !

দায় কার ! দায় কার ! দায় কার ! দায় কার !
কার দায় ? কার দায় ? কার দায় ? কার দায় ?
জানিনা পারিনি বুঝিনি আমার আমাকে,
খুঁজে যাই পেয়ে হারাই আবারও !
এ দায় কার এ দায় কার?
দোষ নেবে কে দেবো কাকে?
এ দায় কার এ দায় কার?
গভীর অন্ধকার মশাল হাতে

শিশু ছিলে যখন, কেঁদেছিলে তখন-
আর এখন বাবা মা বৃদ্ধাশ্রম !
প্রেমে যদি হেরে যায়, প্রতিশোধে এসিড পায়
সমাজের চাপে ধাপে পণ্ডশ্রম !
মধ্যপ্রাচ্যে অত্যাচার শ্রমিক আমার-
গন্ডারসম চামড়া নষ্ট চামার
গায়ে লাগেনা আমি দেখেও দেখিনা
নিজের বেলায় টান পড়লে ক্ষমা করিনা !
চলে শিক্ষা ব্যবসা, চিকিৎসা বানিজ্য
বন্দী আমি শিকলে মাপি মান ইজ্জত;
রক্ততো লাল সবার জাতে পাতে ভাগ আবার,
কে যে সঙ্গী - কে যে জঙ্গী - কত ভঙ্গী - কত ঢঙ্গী;
হিজড়া দেখলে দূরদূর বিকলাঙ্গ - বহুদূর -
পঙ্গু করে ভিক্ষাবৃত্তি - অমূকলক ক্ষ্যাপাবৃত্তি -
মাৎসন্যায় অবিরাম, বিড়াল ইঁদুর -
পথশিশু খেটে মরে স্বপ্ন সুদূর !

দায় কার ! দায় কার ! দায় কার ! দায় কার !
কার দায় ? কার দায় ? কার দায় ? কার দায় ?
জানিনা পারিনি বুঝিনি আমার আমাকে,
খুঁজে যাই পেয়ে হারাই আবারও !
এ দায় কার এ দায় কার?
দোষ নেবে কে দেবো কাকে?
এ দায় কার এ দায় কার?
গভীর অন্ধকার মশাল হাতে ।

সবুজ কিছু রবে না তড়িৎ খাবে সব ।
আকাশ নীল হবে না কালোধোঁয়া শব।।
লেখকের লাশ, শিক্ষকের মরদেহ;
আমার লাজে এ সাজ, আর অসহায়ত্ব !
ওদিকে দালান - এদিকে বস্তি অস্তিত্ব
অন্ধ থাকো তুমি আমি, টাকায় কেনা সতীত্ব !
বুকফাটা চিৎকার ওরা করে সৎকার
পায়ে বেড়ি হাতে কড়া চৌদ্দশিক!
চুপি চুপি কারচুপি মেপে মেপে কথা বলি -
তবু লড়ি মহামারী দিগবিদিক!
শেষদিন শিঙ্গায় হাতে পারমাণবিক
মেরে দাও মরে যাই আমি অমানবিক
পাশবিক বণিক অস্ত্রের রক্তের
শক্তের ভক্তের টাকা শুধু দামি
আর সাজা খাটে নিষ্পাপে বেঁচে যায় পাপী
গদির জোরে বাহুবলে - আমি কবি কাঁপি

দায় কার ! দায় কার ! দায় কার ! দায় কার !
কার দায় ? কার দায় ? কার দায় ? কার দায় ?
জানিনা পারিনি বুঝিনি আমার আমাকে,
খুঁজে যাই পেয়ে হারাই আবারও !
এ দায় কার এ দায় কার?
দোষ নেবে কে দেবো কাকে?
এ দায় কার এ দায় কার? গভীর অন্ধকার মশাল হাতে

Music Video Produced by: GLITCH
Directed by: Fahad Zaman
Assistant Director: Rakin Muhtadee Shihab
Concept by: Junaid Deep and Fahad Zaman
Art Direction: Fahad Zaman and Gazi Nafi
Creative Direction and Design by: Junaid Deep and Fatehul Joy
Script Developed by: Rakin Muhtadee Shihab and Waliun Nabi
3D and Visual Artist: Fatehul Joy
Animation and VFX: Fatehul Joy, Gazi Nafi and Fahad Zaman
Cinematography: MD Tushar
Assistant Cinematographer: Mehedi Difine

তৌফিক । E Daay Kaar | Towfique | Bangla Rap

This content is Copyright is reserved for © Barrister Towfique Ahmed.

#Towfique #BanglaRap #EDaayKaar
Category
Hip Hop
Be the first to comment