বর্তমান যুগের চাহিদা পূরণের জন্য আমাদের শিক্ষা এবং দক্ষতা অর্জন করতে হবেঃ পলক

39 Views
Published
"মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, আমাদের এই সিংড়াকে আজ আমরা শিক্ষা নগরীতে পরিণত করতে পেরেছি। ৯৬ সালে যতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছিলাম, তার জন্য এখানে অনেক শিক্ষকের কর্মসংস্থান হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পেরেছে এবং শিক্ষা গ্রহণ শেষে তারা কর্মে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে।

কর্মমুখী শিক্ষাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব দেন বলেই তিনি ৯৬ থেকে ২০০১ সালে আমাদের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সিংড়াসহ সমগ্র উত্তরবঙ্গে শতশত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং শিক্ষকদের বেতনভাতার ব্যবস্থা করে দিয়েছেন। এবারেও আমরা জামিলা ফয়েজ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শেরকোলে কমার্স কলেজ এবং টেকনিক্যাল কলেজের সরকারীকরণ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের সিংড়াতে কোনো অনার্স কলেজ ছিলো না, আমাদের সিংড়ার গোল-ই-আফরোজ অনার্স কলেজ, বামিহাল অনার্স কলেজসহ তিনটি অনার্স কলেজ করে দিয়েছেন। আজ এখানে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে একতলা ভবনের নির্মাণকাজ শেষ হলো, কিন্তু আমরা তিনতলা ভবনের জন্য বরাদ্দ ইতোমধ্যে পেয়ে গেছি এবং আগামী অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

বর্তমান যুগের চাহিদা পূরণের জন্য আমাদের শিক্ষা এবং দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পাঁচটি মৌলিক চাহিদাকে সংবিধানে সংরক্ষিত করে গিয়েছিলেন, তার মধ্যে শিক্ষা ছিলো অন্যতম। অর্থাৎ, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে মৌলিক চাহিদা হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সিংড়াতে প্রায় ২৪০০ পরিবার ছিলো যাদের কোনো আশ্রয় ছিলো না, ঘর ছিলো না, থাকার কোন জায়গা ছিলো না। তাদের সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাকা ঘর করে দিয়েছেন।"
- পলক

জামিলা ফয়েজ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট-এর নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে

#Bangladesh #SmartBangladesh #AwamiLeague #Bangabandhu #SheikhHasina #Leader #Leadership #Vote_for_AwamiLeague #OnceAgainSheikhHasina #PolyTechnicalEducationBD #EducationBD #জামিলাফয়েজইন্সটিটিউট #SingraEducation #Progress #foryou #foryoupage #viral #viralvideo #trending #youtubereels #youtubeviral #ytubereels
Category
নাটক Natok
Tags
palak, ict minister, speech
Be the first to comment