রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিকে অর্থবহ করতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করতে হবেঃ পলক

37 Views
Published
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম’। জাতির পিতা এই মুক্তির সংগ্রামের একটা নির্দেশনাও দিয়েছেন। জাতির পিতা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন সেদিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ১৯৭১ সালে রাজনৈতিক মুক্তি অর্জন করেছি এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিকে টেকসই করতে হলে প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। একটি দেশের প্রতিটি নাগরিককে প্রগতিশীল, সৃজনশীল ও উদার গণতান্ত্রিক মানসিকতা নিয়ে বড় করতে পারলেই আমরা যেকোন ধরনের ধর্মান্ধতা ও কুসংস্কারকে প্রতিরোধ করে সোনার বাংলা গড়ে তুলতে পারবো। তাই ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার আধুনিকরূপ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ করতে হলে আমাদের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

- পলক
রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা’র উদ্যোগে বৃক্ষরোপণ উৎসবে।

#Bangladesh #SmartBangladesh #Bangabandhu #AwamiLeague #SheikhHasina #Culture #BengaliCulture #Tradition #TreePlantation #Tree #Green #Greenary #Environment
Category
নাটক Natok
Tags
palak, ict minister, speech
Be the first to comment