Circus | Jesan Ovi X LAKILLA | সার্কাস | Black Production | Bangla Rap Song 2022

85 Views
Published
• Song : Circus
• Singer : Jesan Ovi & Lakilla
• Lyrics : Lakilla

° Tuning
• Chorus : Jesan Ovi
• Rap : Lakilla
• Programming & Mixmaster : Ayash Khan

• Lakilla
• Jesan Ovi

Director : Jesan Ovi
• DOP : Parvej Hossain
• Edit : Ayash Khan
• Colour Correction : Stromz Vai
• Thumbnail : AH Shawon


★ LYRICS...
আমি স্বাধীন বাংলার পরাধীন মানুষ নাইবা থাকুক ঠিকানা,
আমি নিজের ভিতর পুড়ে হয়ে গেছি ছাই, কেউ তো আজো জানেনা

আজ আমি অসহায় নিরুপায় পৃথিবীটা গেছে আমার কাছে নেই উপায়
বল দ্বায় দিবো কার? বোকা মন আমার অজানা উত্তর খুজে বেরায়
তবু হাল আমি ছারবো না কারন আমি হারব না কেউ তো পারবে না, পারবে না

এটা তো জীবন যুদ্ধের খেলা, মাঝপথেই আমি থামবো না থামবো না
হো আমি ছেছড়া ছোট লোক বাটপার, তবু শেষবেলায় মোর শেষ এক আবদার
একদিন বুঝবি কেন আমারে দরকার, কেন ফিরে আসি আমি তোর কাছে বারবার
শুনলি না চেপে রাখা সেই চিতকার, বুঝলি না অভাগার এউ হাহাকার
তুমি ছাড়া আমি জেনো ব্রেক ফেল গাড়ি, মাঝপথে আজ আমি বেপোরোয়া ড্রাইভার
ইচ্ছে করে বলে ফেলি খুলে মনের সব অজানা কথা
বাধা লাগে মাথায় লেখবো কি খাতায়? শুন্য পরে থাকে খালি পাতা
পৃথিবীটা সার্কাস আর আমি খাচায় বন্ধি থাকা দেখো Royal Bengle
একবার ছেড়ে দেখো খোকা কারে বানাও বোকা? যার ভয়ে থরথরে কাপে জঙ্গল

শয়তানরে শয়তানি শিখাইস না, তুফানের পিছে আবেগে ছুটিস না
বাতাশের বেগ কেমনে দিবি ঠেক? আগেই কইছিলাম সামলাইতে পারবি না!

সামলাইতে পারবি না! না! না!
তুই সামলাইতে পারবি না!

বাতাশের বেগ কেমনে দিবি ঠেক? আগেই কইছিলাম সামলাইতে পারবি না!

আমি স্বাধীন বাংলার পরাধীন মানুষ নাইবা থাকুক ঠিকানা,
আমি নিজের ভিতর পুড়ে হয়ে গেছি ছাই, কেউ তো আজো জানেনা!


Repeat করি কম লেখায় গিট দেই বেশি
Report করলে দোষ তাই নিজের মতো খুশি
Speed থাকে Limit এ, এই Beat আমার দখলে
LAKILLA শিল্পী বানাই শিল্প, নাম পাবি তোর মহলে
Shitt দেশের রাজনীতি ইবলিশ তোর নেতা
মনের ভিত্রে শয়তান, মঞ্চে উঠলে সবাই অভিনেতা
শিকল পড়া বানর না! হুকুম মাইনা নাচি না
সেচ্ছাসেবী রক্ত দিমু, দেহের রক্ত বেচি না
মুখামুখি দুইজন, একটাই PISTOL
হবে জনগণের বিচার তোর শেষ কথা বল
তোরে ভোট দিয়া নেতা বানাইলাম তুই হইলি চোর
সালা মাইনষে না খাইয়া মরে ' তোর অট্টালিকা ঘর '
জানোস বেকার পোলাপান গুলার দিন কেমনে যায়?
এরা যদি দেশ বেইচ্চা খায়? বল কার দ্বায়?
লাগবো না তোর মতো চোর তোরে ' SHOOT ' কইরা দিমু
জনগণের হক দিয়া দে তোরে মাফ কইরা দিমু, যাহহহহ!

তোরে মাফ কইরা দিমু তোরে মাফ কইরা দিমু তোরে মাফ কইরা দিমু যাহহহ!
জনগণের হক দিয়া দে, তোরে মাফ কইরা দিমু!

যাহহহহহহ!

আমি স্বাধীন বাংলার পরাধীন মানুষ নাইবা থাকুক ঠিকানা,
আমি নিজের ভিতর পুড়ে হয়ে গেছি ছাই, কেউ তো আজো জানেনা!

আমার পায়ের তলায় ঠাই নাই, তবে জীবনে আমার জয় চাই!
এখন আর মুখ লুকানোর সময় নাই জীবনে আমার ভয় নাই!
শয়তান আমার বন্ধু না হউক, এটাই রোজ ভয় পাই!
আপন যখন দাফন হবে, দেখবা তোমার কেউ নাই!
আমি গুপ্তচর, খুঝে ফিরি শকুনের চোখে সন্ধান!
সময় আছে ঘরে ফিরে এসো দুখিনী মায়ের সন্তান
অশ্রু হাতে অশ্র নিলে রেহাই পাবি না শয়তান
নিশ্চুপ জনতা চিতকার দিলে ভেঙ্গে যাবে তোর ময়দান
দুহাত বারিয়ে আলোর দুয়ারে কতো না চেয়েছি ভিক্ষা
অন্যের দয়া আর নয় ভায়া, হয়ে গেছে উচিৎ শিক্ষা
যারা মূল্য দিয়েছে, বিপদে থেকেছে, করেছে মেধার সম্মান!
আজ যতটুকু আমার অর্জন পুরোটাই ছিলো তার অবদান!

আমি মেধার করেছি যত্ন, কারন এটাই খাটি রত্ন!
যারা বলে র‍্যাপ আর চলে না, আজ তারা কেন চুপ শান্ত?
আমি শিকল পরা বানর না, হুকুম মাইনা নাচি না
সেচ্ছাসেবী রক্ত দিমু, দেহের রক্ত আমি বেচি না!

আমি স্বাধীন বাংলার পরাধীন মানুষ নাইবা থাকুক ঠিকানা.........


E-Mail : BlackNationBussiness@Gmail.Com


* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Black Production. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

All rights reserved by Black Production. This Visual and Audio Element is Copyrighted Content of Black Production. Any Unauthorized Publishing is Strictly Prohibited.
Category
Hip Hop
Be the first to comment