Desh o Durniti | Towfique & Faisal Roddy | Rajotto | Bangla Rap | Bangla HipHop | দেশ ও দূর্নীতি

55 Views
Published
Lyric and Composition - Towfique (Rajotto)
Chorus Lyric - Faisal Roddy
Music Arrangement - Gareth Redfarn
Visual (Director, D.O.P and Edit) - Asif Islam (RedMark films)
G Series production

জানি আমার এই গান বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান ক্ষেপা গানে খেলা করে
ঐ যে ইমারত দেখো, ঐ যে বিশাল অট্টালিকা
পাপের ফসলে রঙ্গিন সত্য বিক্রি অমানিশা
অর্থে স্বদেশি ব্যাংক উপচে পড়ে
বিদেশে পাড়ি জমায় স্বপ্নের বাসর গড়ে
কেউবা ঠুকরে মরে, নিজের কবর খোঁড়ে
মৃত্যুটা অনিবার্য জানে তবু মিছে বড়াই করে
বিবেকটাতো অন্ধকারে বৃথা হাতরে মরে
সত্য পথটা খুঁজি কেউ কি বলতে পারে?
পুঁড়ছে দালান, মরছে মানুষ, এক তুরিতে ফানুশ
পেটের জ্বালা কতটা বিষাক্ত, ঐ শোষকেরা জানুক
একটা বারও কি কাঁপেনা তোমার বুক?
তোমার সুখের উপর সুখ, ঐদিকে ক্ষুধার্ত শিশু মুখ
শুনেছি মীর জাফরের নাকি কাঁপেনি হাত
হিংস্র জল্লাদের তরবারির স্বানিত আচঁ
লজ্জাতে পরোতে পরোতে ইতিহাসে লেখা থাক
ধা-তে-রে-কে-তে-তাক দুর্নীতি নিপাত যাক
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
পথকলি যাকে বলি সদ্য ফোটা কুলি
ফোটেনি কুঁড়ি অকালে ঝরে পড়ে চোখটা মেলি
জ্যাম এ আটকে, হঠাৎ থমকে – "আপা একটা মালা কিনবেন?"
আস্তাকুড়ে নিবাস তার বাহ! আপনিতো বেশ আছেন!!
সঠিক যত্ন পায়নি যারা স্বপ্ন ভেঙ্গেছে বার বার
মাদকের জালে আবদ্ধ অস্ত্র হাতে আজ তার
স্বপ্ন-দুঃস্বপ্ন পুঁজি করে রুজির রাস্তা অন্ধকার
রাজনীতির থাবায় ছারখার পথ নেই পালাবার
জেলা হতে, গ্রাম থেকে উঠে আসা মেধারা যে
রাজধানীর রাজপথ শুনি নেশাই নাকি পেশা!
হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির উৎপাত
দস্যু রাজনৈতিক নেতা করতে হবে উৎখাত
রক্ষক যখন ভক্ষক তখন বেঁচে থাকা দায়!
অক্ষম আমি খমতার লড়াইয়ে ডানে যাব না বায়?
থরে থরে ধুলোয় ফাইলটা চাপা পড়ে থাক
ধা-তে-রে-কে-তে-তাক দুর্নীতি নিপাত যাক
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
কি বলবো অভিশাপ? পূর্বজন্মের পাপ?
প্রভুর ধিক্কার!! থালাটা ভিক্ষার!! ভাঙ্গনেরই ধাপ!!
কেনো নেই, কেনো কেউই, কেনো বাই, প্রশ্ন তাই-
আমি বিভ্রান্ত; অবিমিস্র ভয় যে পাই!
ঘর্মাক্ত শরীর, মাথা ভরা বোঝা
দুর্নীতির ভূত নামাবো ডেকে আনো আজ ওঝা
ইটের পড়ে ইট, মাঝে মানুষ আর কীট থাক
দে-লে-তে-চিকা দুর্নীতি নিপাত যাক
ইটের পড়ে ইট, মাঝে মানুষ আর কীট থাক
দে-লে-তে-চিকা দুর্নীতি নিপাত যাক
ইটের পড়ে ইট, মাঝে মানুষ আর কীট থাক
দে-লে-তে-চিকা দুর্নীতি নিপাত যাক
যা দেখো নষ্ট, শত্রুর লক্ষ্য ভ্রষ্ট
দক্ষিণবঙ্গ, আইন ভঙ্গ
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে
জানি আমার এই গান, বোঝাবে তোমায় মানে
দেখবে তুমি সত্যপ্রান, ক্ষেপা গানে খেলা করে

#Rajotto #BanglaRap #Towfique
Category
Hip Hop
Be the first to comment