DEXTER B ||  Dhorshito Jati || Official Music Video || Bangla Rap Song

94 Views
Published
#dexterb  #DhorshitoJati  #Stop_Rape


Artist – Dexter B & Ifte & Arifurzaman Ripon.
Lyrics – Dexter B &  Ifte
Mix/Master by – Sj Studio
Animation Video – Smr Rokon


OUT ON ALL AUDIO PLATFORMS –

https://distrokid.com/hyperfollow/dexterb1/dhorshitojati


Lyrics–

পশুত্বের কাছে হেরেছে সতীত্ব
বিকৃত বীর্যে লোভ পেয়েছে মনুষ্যত্ব
লালসা বীর্যের পোষক
ধর্ষক, তোরা অমানুষ
তোরা নপুংসক
এ বাংলা'র বুকে
ধর্ষক না বাঁচুক অসুখে....

সোনার বাংলা বলি তারা দিছে চিৎকার( Heey) 
ধর্ষনের মামলায় এই কেমন বিচার (Heey)
পুলিশ আছে জানি আইন নাই মানি
পুলিশ কি করবে তা আমরা জানি
বুদ্ধিজীবীদের চোখে এখন পড়ছে ছানি
মুখ লুকিয়ে তারা এখন হাসছে  জানি

Heey দেখ দেখ দেখ  ভাই
মন্ত্রীর ছোট ভাই ধর্ষনের মামলায়
বিচার হবে কেমনে ভাই তাদের আছে বড় ভাই
মন্ত্রীর ছোট ভাই চিৎকার দিতে চাই
পুলিশ কোন চেটের বাল আমার আছে বড় ভাই!

তুই শিক্ষিত অমানুষ ধর্ষকের পক্ষে
আদালতে হাজিরা মারস
সেই টাকা-ই মেয়ের জন্য চকলেট নিয়ে বাড়ি ফেরস
তোর মেয়ের নিয়তি খারাপ হলে
তোর মত লোকগুলোর  চোখ
তোর মেয়ের ওপর গেলে
তখন কী পারবি?
তোর মত লোকগুলোর পক্ষে
আদালত ভবনে তর্ক করতে
টাকার কাছে  ঈমান তো বেচে  দিলি
আঘাত টা তোর ওপর আসলে ভাবছোস তখন কী করবি??

স্বাধীনতার পরেও  এ কেমন বিচার
আকাশে বাতাসে  ভাসে কান্নার চিৎকার
ধর্ষিত নয় বোন ধর্ষিত পুরো জাতি
ধর্ষকের হবে না  কোনো দিন ও ফাঁসি
আমরা কি পারবো না করতে প্রতিবাদ
কখনো কি থামবে না ধর্ষণের  অপরাধ
আমরা কি পারবো না করতে প্রতিবাদ
কখনো কি থামবে না ধর্ষণের  অপরাধ

ওই যে সেই রক্তাক্ত এক কন্যাশিশু
যার যোনী পথে ব্লেড নিয়ে খেলেছো উশু
সে জায়গায় তোমার বোন কে দাড় করাও
আপন মনে ভাবো তোমার মিষ্টি বোনটি থেকে
আমার বোন কম কোন দিকে..!

তুই সালা  পুরুষ না পুরুষ নামে কলঙ্ক
পুরুষ হলে পারতি না ধর্ষণের অংক
পাট ক্ষেত থেকে দৌলতদিয়া
তোরে খুজঁতেছে  ইশারা দিয়া
ওখানে যাইতি সম্মানটা পাইতি
বোনটারে ধর্ষণ না করলেও পারতি
জন্মটা ভুল না ভুল তোদের চরিত্র
দেশের আইন টিক নাই তাই তোরা পবিত্র

দেশে অনেক Actor আছে গলায় তাদের দেয় মালা
ভয় আর ঘুষের ঠেলাই তারা  মুখে দেই তালা
ধর্ষণের কথা ওঠলে নাই কোনো Reaction
বোন তাদের আছে ভালো পুলিশ দেই Protection
লাখো লাখো মানুষ চেয়ে থাকে তোমাদের দিকে
ধর্ষকের বিরুদ্ধে তোমরা Action কবে নিবে।


নেতা কেতা বড় ভাই  ধর্ষণ আর না চাই
বিচার চাই বিচার চাই ধর্ষণের বিচার চাই
ধর্ষকের শাস্তি  চাই নারী শক্তির চিৎকার চাই
নারী শক্তি জেগে ওঠো তোমার বোন রক্তাক্ত
বিচার হবেই বাংলাদেশে  তুমি  হবে শক্ত
কবে জাগবে বলো নাকি পঁচে গেছে মনুষ্যত্ব..!

স্বাধীনতার পরেও এ কেমন বিচার
আকাশে বাতাসে  ভাসে কান্নার চিৎকার
ধর্ষিত নয় বোন ধর্ষিত পুরো জাতি
ধর্ষকের হবে না কোনো দিন ও ফাঁসি
আমরা কি পারবো না  করতে প্রতিবাদ
কখনো কি থামবে না ধর্ষণের অপরাধ
আমরা কি পারবো না  করতে প্রতিবাদ
কখনো কি থামবে না ধর্ষণের  অপরাধ


This part has been translated from M-Zee Bella's Rap —

কারো জীবন কেড়ে নিয়ে
কারো মা কে  কাঁদিয়ে
কারো বাবার স্বপ্ন নষ্ট করে
না তুমি কিছু পাবে নাকি তোমার 
কপাল খুলে যাবে
তোমার নজর বদলাও
দুনিয়াটা অনেক সুন্দর  লাগবে
তুমিও পরিবার সাজাও
তোমার ও মেয়ে থাকবে..........


Facebook Page Link —
https://www.facebook.com/DexterBofficial

Instagram — https://www.instagram.com/invites/contact/?i=noww9wnsbdrw&utm_content=ll3ka9h


Email– dexterb.7t1@gmail.com
Category
Hip Hop
Be the first to comment